৩৪ তম বার্ষিক সাধারন সভা ও ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পুরস্কার এবং সেমিনার'১৯
------------------------------------------------------------
আজ ৩ আগষ্ট '২০১৯ খ্রিঃ তারিখ, সকাল ১০.০০ ঘটিকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকাতে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৪ তম বার্ষিক সাধারন সভা ও ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পুরস্কার এবং সেমিনার'১৯ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ কামাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের সম্মানিত নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এবং ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মানিত পরিচালক (সরেজমিন) মোঃ মাহমুদুল হোসাইন খান। সভাপতিত্ব করেন সমগ্র বাংলাদেশ কৃষক সমবায়ীদের একমাত্র প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব মোঃ ইসরাফিল আলম এমপি মহোদয়। সভায় বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ,পরিচালকবৃন্দ,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সম্মানিত চেয়ারম্যানবৃন্দ ও বাংলাদেশ ইউসিসএ কর্মচারী ইউনিয়নের নের্তৃত্বে কর্মচারীগণসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি জনাব খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল।